সৈয়দ শিবলী ছাদেক কফিল:
চন্দনাইশের জাফরাবাদ মহানগর স্বর্গীয় লালমোহন দাশের বাড়িস্থ শ্রীশ্রী জয়বাবা লোকনাথ-অদ্বৈতানন্দ সেবাশ্রম ও গীতা শিক্ষালয়ের উদ্যোগে ৩দিন ব্যাপী শ্রীশ্রী শ্যামা পূজা ও পুষ্প যজ্ঞ- ১৪৩১বাংলা, ২০২৪ ইংরেজি সম্প্রতি (১ নভেম্বর, শুক্রবার) সম্পন্ন হয়েছে। এ উপলক্ষ্যে পালিত কর্মসূচির মধ্যে ছিল- বুধবার: অধিবাস কীর্তন ও আরতী, শ্রীশ্রী শ্যামা মায়ের প্রার্থনা, ভাগবত পাঠ। বৃহস্পতিবার: চন্ডী পাঠ, মহাপ্রসাদ বিতরণ, মায়ের মঙ্গল আরতী, শ্রীশ্রী শ্যামা মায়ের দীপাবলী দান ও শ্রীশ্রী শ্যামা মায়ের পূজা আরম্ভ এবং পূজার শেষে পুষ্পাঞ্জলী প্রদান। শুক্রবার: মহাপ্রসাদ বিতরণ ইত্যাদি।
এছাড়াও গুণীজন সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, দেওয়ালী ও সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হয়।
পূর্ব জাফরাবাদ শ্রীশ্রী জয়বাবা লোকনাথ অদ্বৈতানন্দ সেবাশ্রম ও গীতা শিক্ষালয়ের অধ্যক্ষ শ্রীমৎ হরি কৃপানন্দ ব্রহ্মচারীর সার্বিক পরিচালনায় বিপুল সংখ্যক ভক্ত ও পূণ্যার্থীদের উপস্থিততে পূজাঙ্গনের উৎসব মুখরিত হয় এবং প্রতিটি পর্ব ধর্মীয় গাম্ভীর্যের মধ্যদিয়ে সুসম্পন্ন হয়।
অমাবস্যায় আঁধার, পূর্ণিমায় আলো। কালো রাতে আলোদীপে দীপান্বিতা। রাতে হালকা শিশির সিক্ত বাতাসে, নিশিরাতের নিঝুম ক্ষণে শ্যামা মায়ের পূজা আনুষ্ঠানিক ও পার্বনিক উচ্চারণে জীবনকে রূপায়িত করার লক্ষ্যে শতাব্দী প্রাচীন ঐতিহ্যের এবারও শ্রীশ্রী শ্যামা পূজা ও পুষ্পযজ্ঞ সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়।