আজ ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

লামা উপজেলায় মোটরসাইকেল ভাড়ায় নিয়ে চালককে হত্যা


ইসমাইল হোসেন, লামা প্রতিনিধি

বান্দরবান জেলার লামা উপজেলায় মোটরসাইকেল ভাড়ায় নিয়ে চালককে জবাই করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) রাত ১টায় উপজেলার গজালিয়া আজিজনগর সড়কের নাজিরাম ত্রিপুরা পাড়ার রাবার বাগানে এই ঘটনা ঘটে।
নিহত চালক শফিউল কাদের (২৩) উপজেলার সরই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আন্ধারি প্রদ্দান ঝিরি এলাকার মো. ইউনুছের ছেলে।
সরই মোটরসাইকেল সমিতির সাধারণ সম্পাদক মো. জাবেদ বলেন, গতরাত ১০টায় মোটরসাইকেলে করে আজিজনগর যাবে বলে শফিউল কাদেরকে দুই ব্যক্তি ভাড়ায় নিয়ে যায়। রাত ১টায় আমরা খবর পেয়ে নাজিরাম ত্রিপুরা পাড়ার রাবার বাগান এলাকায় যায়। সেখানে জবাই করা শফিউল কাদেরের লাশ পড়ে থাকতে দেখি। সঙ্গে সঙ্গে বিষয়টি লামা থানা ও নিহতের পরিবারকে অবহিত করা হয়। নিহত শফিউল আমাদের সরই ভাড়ায় চালিত মোটরসাইকেল সমিতির ৫৩ নম্বর সদস্য।
আজিজনগর পুলিশ ক্যাম্পের আইসি শামীম শেখ বলেন, আজ মঙ্গলবার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। খুনিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর