ইসমাইল হোসেন, লামা আলীকদম প্রতিনিধি:
বান্দরবান জেলার লামা উপজেলায় কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতিকরণ প্রকল্পের আওতায় রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী এন জেড একতা মহিলা সমিতির হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল। এসময় আরো উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দিন, মিলকী রাণী দাশ, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার বর্মন, উপজেলা মংস্য কর্মকর্তা মকসুদ হোসেন সহ প্রমূখ।
দুপুরে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে আলোচনা সভায় মূল প্রবন্ধ ও সেমিনারের লক্ষ্য উদ্দেশ্য তুলে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার বর্মন। সেমিনারের অর্ধশত বিভিন্ন পেশার ও প্রান্তিক কৃষক অংশ নেয়।