চট্টগ্রাম হতে হৃদয় টিভির ৩য় প্রকাশনা গ্রিন লিফ ম্যাগাজিন এর ২১শে ফেব্রুয়ারী সংখ্যার মোড়ক উন্মোচন, গুনিজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত বিশ্বজিৎ চৌধুরী ও অনুষ্ঠানের সভাপতিত্বে করেন গ্রিন লিফ ম্যাগাজিনের প্রধান উপদেষ্টা ডাঃ প্রীতি বড়ুয়া। এছারা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ সেলিম আক্তার চৌধুরী, প্রেসিডেন্ট, সিনিয়ার'স ক্লাব, লায়ন আল সাদাত দোভাষ, ডিস্ট্রিক্ট গর্ভনর, চট্টগ্রাম, শৈবাল দাশ সুমন, কাউন্সিলর, জামাল খান, চট্টগ্রাম, আবু তাহের চৌধুরী, উপদেষ্টা গ্রিন লিফ, শিব্বির আহম্মেদ, উত্তম কুমার আচার্য, গ্রিন লিফ চিফ এডিটর, উপদেষ্টা গ্রিন লিফ, ওয়ালিউল আবেদিন শাকিল, চেয়ারম্যান, ওশানিক মিডিয়া সলিউশন, মোঃ কামরুল ইসলাম, চেয়ারম্যান, আমাদের আলোকিত সমাজ, সুমন খালেদ, চেয়ারম্যান, চট্টলা টিভি মোঃ সাগর, বুর্যো চিফ দৈনিক সরোজমিন, আক্কাস উদ্দিন, তরুন কবি ও লেখক এস এম জাকারিয়া, ডিরেক্টর, অপারেশন বনজুর সহ আরো অনেক সম্মানিত ব্যক্তি উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, চট্টগ্রাম হতে এত সুন্দর ও পরিপাটি একটা ম্যাগাজিন বের হয় সেটা চট্টগ্রাম সাংস্কৃতি ও লাইফ স্টাইলে অনেকটা সুস্থ ধারায় এগিয়ে নিতে সাহায্য করবে। তিনি আরো বলেন, পুরো ম্যাগাজিনে শিক্ষনীয় বিষয় ছিলো সেটা তাকে মুগ্ধ করেছে। তিনি ম্যাগাজিন তরুণ সম্পাদক তসলিম হাসান হৃদয় কে উদ্দেশ্য করে বলেন, তুমি এগিয়ে যাও, তোমার সাফল্য সুনিশ্চিত, অনেক সুন্দর একটা ম্যাগাজিন আমাদের উপহার দিয়েছো, সব সময় এই ম্যাগাজিনের পাশে আছি। সভাপতি ও ম্যাগাজিনের প্রধান উপদেষ্টা ডাঃ প্রীতি বড়ুয়া বলেন, আমি কয়েক বছর ধরে ম্যাগাজিনের প্রধান উপদেষ্টা হিসেবে আছি কারন এই ম্যাগাজিন অন্য ম্যাগাজিন থেকে কিছুটা হলেও ব্যতিক্রম, এই ম্যাগাজিনের প্রতেক টা ফ্যাশন ছবি শিক্ষনীয় ও লিখা গুলো শিক্ষনীয় রাখা হয়। ম্যাগাজিন সম্পাদক তসলিম হাসান হৃদয় ম্যাগাজিনের সাথে সংশ্লিষ্ট ও অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ দিয়ে বলেন, আমি সব সময় চেষ্টা করি, আমার কাজের মাধ্যমে শিক্ষনীয় ও ব্যাতিক্রম কিছু তুলে ধরার। এবারের ম্যাগাজিন কভার মডেল হিসেবে এপার ও ওপার বাংলার সেরা চলচ্চিত্র নায়ক ফেরদৌস আহমেদ, তাকে ভাষা সৈনিক হিসেবে রিপ্রেজেন্ট করা হয়েছে,তিনি আরো বলেন আমরা মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ৩ জন সাদা মনের মানুষ কে সম্মানিত করেছি, ইনশাআল্লাহ সবাই যেভাবে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে সামনে ইদ সংখ্যা আরো সুন্দর,শিক্ষনীয় করে বাংলাদেশের সাংস্কৃতি কিছুটা হলেও তুলে ধরে সবাইকে উপহার দিবো।