খুলনা সংবাদদাতা:
খুলনা মেট্রোপলিটন পুলিশের অপরাধ দমন আইন শৃংখলা রক্ষা নিয়ন্ত্রণ এবং নগরবাসীর সেবায় সর্বদা তৎপর। লবনচোরা থানা পুলিশের অভিযানে অবৈধ সর্নালংকার সহ ২ জনকে আটক করা হয়েছে।
২ ডিসেম্বর দুপুরে সাচিবুনিয়া বিশ্বরোড মোড় এলাকায় তল্লাসি চালিয়ে মেসার্স শেফা মেডিকেল হলের সামনে থেকে বাবলু ধর(৩৮) পিতা: সমীর ধর সাং: রাঙ্গামাটি ও নয়ন মানিক(২৬) পিতা: রতন মানিক,সাং: ফটিকছড়ি, চট্রগ্রামদ্ধয়কে ২ টি সর্নের বকলেস ও ১ টি সর্নের বালা সহ লবনচোরা থানা পুলিশ হাতেনাতে আটক করা করে।যার ওজন ৫০ ভরি ১৪ আনা ৩ রতি।
এ ব্যাপারে তাদের বিরুদ্ধে লবনচোরা থানা মামলা দায়ের করা হয়েছে। একই সাথে অবৈধ সর্নের উৎস ও এর সাথে জড়িতদের সনাক্ত করে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply