মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১০ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ সহযোগী সংগঠনের কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা। বেলা বাড়ার সাথে সাথে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুনসহ মিছিল নিয়ে অনুষ্ঠানস্থল মাইনীমুখ ইউনিয়ন এর সামনে এসে মিলিত হয়। উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি। র্যালি শেষে অনুষ্ঠানস্থলে সমবেত হয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জানে আলম এর সভাপতিত্বে এবং উপজেলা সদস্য সচিব সৈয়দ মো: ইউনুস এর সঞ্চালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাঙামাটির জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ আবু নাছির, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু শাহাদাৎ সায়েম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আঃ বারেক দেওয়ান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ চৌধুরী, জেলা যুবদলের যুগ্ন সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা যুবদলের যুগ্ন সম্পাদক মোঃ নাজিম উদ্দীন, জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক মোঃ ওসমান গণি লিটু
সহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আপনারা যদি মনে করেন ৫ আগস্টের মাধ্যমে ফ্যাসিবাদ সরকারের পতন হয়েছে। আমি আপনাদের বলতে চাই, শুধু মাত্র ৫ আগস্টের মাধ্যমে স্বৈরাচারী খুনি হাসিনা সরকারের অবসান ঘটেনি, এটা ছিল দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের ফসল। ইতিমধ্যেই সন্ত্রাসী সংগঠন ছাত্র লীগকে নিষিদ্ধকরণ করা হয়েছে। কে কি করলো সেটা নিয়ে কথা না বলে আমরা আমাদের সোনার বাংলাকে সুন্দরভাবে সাজাতে সকলেই একসাথে কাজ করতে হবে। প্রধান বক্তা রাঙামাটি জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু শাহাদাৎ সায়েম বলেন, বিগত দিনে লংগদুতে বিএনপির ঘাঁটি হিসাবে পরিচিত ছিল, আগামী দিনেও তা প্রমাণ করতে হবে। তিনি যুবদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনা দলীয় নেতাকর্মীদের মধ্যে কোন্দলে জড়িয়ে নিজেদের ক্ষতি করবেন না। কোন্দল করলে কেউ ছাড় পাবেন না। সব মময ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে।
বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামীলীগের দুঃশাসনের মধ্যে লংগদু বিএনপি পরিবার কোন বড় অনুষ্ঠান করতে পারেনি ৫ আগস্টে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর লংগদু উপজেলায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে একত্রিত হয়েছে বিএনপি পরিবার। বক্তারা আরো বলেন, এখন থেকে আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতি করতে হবে, দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার জন্য নির্দেশনা দেন একইসাথে বিএনপির মধ্যে কোন কোন্দল সৃষ্টি করতে সুযোগ দেয়া যাবে না সে ব্যাপারে সজাগ থাকার আহবান জানান।
আব্দুল জব্বার, লংগদু (রাঙ্গামাটি)