আব্দুল জব্বার, লংগদু, রাঙ্গামাটি
রাঙ্গামাটির লংগদুতে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ সার ও বীজ বিতরণ করা হয়েছে।
২০ নভেম্বর (বুধবার) সকাল ১০ টায় লংগদু উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এক হাজার সাতশত জনকে জনপ্রতি ২ কেজি করে হাইব্রিড ধানবীজ ও এক হাজার তিনশত জনকে জনপ্রতি ৫কেজি করে উফসি ধানবীজ সাথে ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয় এবং একই সাথে ৩০ জন কে ভুট্টা বীজ সাথে ২০ কেজি ডিএমপি সার ও ১০ কেজি এ ওপি সার প্রদান করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলামের সভাপতিত্বে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কফিলউদ্দিন মাহমুদ। এছাড়াও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রতন কুমার চৌধুরী উপজেলা জামায়াতে আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মঞ্জুরুল হক, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহ জাহান সহ উপজেলার বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কৃষি উপকরণ বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষকদের উদ্দেশ্যে বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ও কৃষক উন্নয়নে সরকার ব্যাপক ভাবে কাজ করে যাচ্ছে। কৃষকদের সহায়তা হিসেবে কৃষি প্রণোদনা দেওয়া হচ্ছে। এখানে আজ যে ধরনের বীজ ও সার দেওয়া হলো তা খুবই উন্নতমানের। এসব বীজ বাজারে ক্রয় করতে পাবেন না। কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ আপনাদের এলাকায় এলাকায় গিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন।