আজ ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

র‌্যাব-৭,চট্টগ্রাম’র মাদক বিরোধী পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাে -ফেনীতে পৃথক ২ টি অভিযান পরিচালনা করে ৩৬ হাজার ৩ শত পিস ইয়াবা এবং ১৮ কেজি ৮ শত গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় আড়াই কোটি টাকা।বুধবার (২২ জানুয়ারি) রাত ১০ টার দিকে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন পূর্ব ফরিদা পাড়া এবং ফেনী সদর থানাধীন রামপুর এলাকা হগে এসব মাদক উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন কক্সবাজার সদর পান বাজার রোড এলাকার আব্দুর রহমানের মেয়ে খুশি আক্তার প্রকাশ খুশিদা আক্তার (২৫) ও ফেনী দাগনভূইয়া এলাকার নুর নবী হোসেনের পুত্র ল মোশারফ (২৩)।র‍্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানাধীন পূর্ব ফরিদা পাড়া এলাকার খুশিদার বাসার বেড রুমের খাটের নিচ হতে ৩৬ হাজার ৩০০ পিস ইয়াবাসহ খুশি আক্তার প্রকাশ খুশিদা আক্তারকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে ফেনীর সদর রামপুর থেকে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১৮ কেজি ৮’শ গ্রাম গাঁজাসহ মোশারফকে উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে তারা কক্সবাজার ও কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করত। এ দুটি ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর