আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রোহিঙ্গা অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে বিজিবি'র টহল

রোহিঙ্গা অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে বিজিবি’র টহল


 

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাইক্ষ্যংছড়ির বিভিন্ন পয়েন্টে সক্রিয় থাকা চোরাকারবারি ও রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান বন্ধে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল শুরু করেছে বিজিবি।এই প্রথম নির্মানাধীন সীমান্ত সড়কের সুফল পাচ্ছে এ ধরণের টহলের মাধ্যমে।
গত শুক্রবার দুপুর থেকে সীমান্ত সড়কের ৪২ নম্বর সীমান্ত পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত অন্তত ৮ কিলোমিটার এলাকায় টহল দেন ১১ বিজিবি সদস্যরা। বিজিবি কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।সেই থেকে টহল অব্যাহত রেখেছে বিজিবি।

এ বিষয়ে জোন কমান্ডার ও ১১ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল মো: সাহল আহমেদ নোবেল বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশ ও চোরাচালানসহ সব ধরণের চলাচল ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। সে কারণে নির্মানাধীন সীমান্ত সড়কে সংযোজন করা হয় বুলেটপ্রুফ গাড়ি।

তিনি আরোও বলেন, বিজিবি রাত-দিন টহল দিচ্ছে এ সীমান্তে। এর মধ্যে গাড়ি টহল, পায়ে টহল, স্থায়ী ও অস্থায়ী চৌকির মধ্যমে টহল উল্লেখযোগ্য।

আরো পড়ুন

ভ্রাম্যমাণ প্রতিবেদক:


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর