রেলস্টেশন থেকে ৮০০ পিস ইয়াবাসহ শান্ত (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশ। শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে এসআই এনামুল হক রাসেল স্টেশনের প্লাটফর্ম থেকে তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত শান্ত (২৪) নোয়াখালীর বেগমগঞ্জের হাজিপুর এলাকার মোহাম্মদ বাবুলের ছেলে।
এসআই এনামুল হক রাসেল জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে চট্টগ্রাম রেলওয়ে থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়।