এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ
চট্টগ্রাম নগরীর মুরাদপুর আতুরার ডিপু এলাকার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রেড ব্রিজ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্লাস পার্টি ও জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ কিন্ডার গার্টেন(বিকেএ) মেধা বৃত্তি পরীক্ষা’২০২৩ এ অত্র স্কুল এন্ড কলেজ থেকে বৃত্তিপ্রাপ্তদের সম্মাননা, সনদ প্রদান করা হয়েছে।
২১ নভেম্বর’২৪ ইং বৃহস্পতিবার সকাল ১০ টায় চট্টগ্রাম নগরীস্থ আতুরার ডিপো মীরপাড়ায় প্রতিষ্ঠিত রেড ব্রিজ স্কুল এন্ড কলেজের বার্ষিক এ অনুষ্ঠান আতুরার ডিপো চিটাগং পার্ক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং রেড ব্রিজ স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যক্ষ অর্পন বড়ুয়ার সভাপতিত্বে শিক্ষিকা তৃষা আক্তার ও তৃণা দাসের সঞ্চালনায় সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিকেএ কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সচিব লেখক ও গণমাধ্যমকর্মী মোহাম্মদ কামরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিকেএ চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি লায়ন মোহাম্মদ কবিরুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষিকা সোলতানা আক্তার, হাসনাহেনা, ফাইরুজ হুমাইরা, জয় সুশীল, মোঃ আকবর, পম্পি বড়ুয়া, জাকিয়া সুলতানা, মনিরা ইসলাম, আনিকা আক্তার, শাহানাজ রুমি ও জেসমিন আক্তার প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, গত এক দশক ধরে স্বনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠানটি ছাত্র ছাত্রীদের শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষকদের মান উন্নয়নে নানা শিক্ষা মুলক কাজে সফলতার সাক্ষর রেখেছে। তিনি বলেন, সাহিত্য,সংস্কৃতি হচ্ছে মানব চরিত্রের এক একটি প্রতিচ্ছবি। আজ খেলা-ধুলা, নাচ-গান, বিতর্ক প্রতিযোগীতা নেই বললেই চলে।
তথ্য প্রযুক্তির এই যুগে সবাই মোবাইল নির্ভর হওয়ায় সংস্কৃতি চর্চা হতে আজ সবাই দিন দিন দুরে সরে যাচ্ছে যার ফলে সমাজে নানা অবক্ষয় ও সমস্যা সৃষ্টি হচ্ছে। রেড ব্রিজ স্কুলে ছাত্র ছাত্রিদের সৃজনশীল মেধা বিকাশে বছরব্যাপী একাডেমীকেল কার্যক্রমের পাশাপাশি সৃজনশীল কর্মসুচী বাস্তবায়নে আন্তরিক হওয়ায় তিনি প্রতিষ্ঠান পরিচালক অর্পন বড়ুয়া সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
সকাল থেকে মধ্যাহ্ন পর্যন্ত অনুষ্ঠানে ছাত্র ছাত্রিদের সাথে শতশত অভিভাবকের অংশগ্রহন অনুষ্ঠানকে উজ্বল ও প্রানবন্ত করে তোলে। সফল এ আয়োজনে স্কুলের ছাত্র ছাত্রিরা নাচ, গান, আবৃত্তি, অভিনয়ে তাদের চৌকষ পারফর্মেন্স প্রদর্শন করে উপস্থিত সকলের মাঝে মুগ্ধতা ছড়িয়েছে।
পরিশেষে সভাপতি এসুন্দর আয়োজনে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সার্থক করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply