আজ ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রাস্ট্রায়ত্ত পাটকল রক্ষা খুলনা, যশোর আঞ্চলিক কমিটি উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত


মো: রবিউল হোসেন খান, খুলনা 

রাস্ট্রায়ত্ত পাটকল রক্ষা খুলনা, যশোর আঞ্চলিক কমিটি উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ জানুয়ারী দুপুর ৩ টায় খালিশপুর ক্রিসেন্ট জুট মিল গেটে এ শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। খালিশপুর ক্রিসেন্ট কারখানা কমিটি এ সমাবেশ আয়োজন করে। পাটকল রক্ষা খুলনা, যশোর আঞ্চলিক কমিটি আহবায়ক ও জাতীয়তাবাদী পাট শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক মো : শমসের আলম এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সদস্য সচিব মো: জাকির হোসেনের সঞ্চালনায় শ্রমিক সমাবেশে অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, বন্ধকৃত ২৫ টি রাস্ট্রায়ত্ত পাটকল রাস্ট্রিয় ব্যবস্থাপনায় চালু করতে হবে, অবিলম্বে শ্রমিকদের সকল বকেয়া পাওনা পরিশোধ করতে হবে, খালিশপুর, দৌলতপুর জুট মিল সহ ৫ টি মিলের শ্রমিকদের সকল বকেয়া পাওনা পরিশোধ করতে হবে, বাংলাদেশ পাটকল করপোরেশন ( বিজেএমসির) দুর্নীতিবাজ কর্মকর্তা,কর্মচারী ও শ্রমিকলীগ নাম ধারী দুর্নীতিবাজ সিবিএ, নন সিবিএদের দুর্নীতি তদন্ত করে দৃষ্টান্ত মুলক শাস্তির ব্যবস্থা করতে হবে। স্ক্রাব বিক্রির নামে মুল্যবান যন্ত্রাংশ ও গাছ মিলের অভ্যন্তর হতে রাতের আধারে পাচার সহ দুর্নীতি লুটপাট বন্ধ করে তদন্ত সাপেক্ষে শাস্তির ব্যবস্থা করতে হবে।

এসময় বক্তারা কঠোর হুশিয়ারি উচ্চারন করে বলেন, আগামী দুমাসের মধ্যে সরকারের পক্ষ থেকে শ্রমিকদের দাবির প্রতি কোন আশানুরুপ পদক্ষেপ না আসলে কঠোর থেকে কঠোর আন্দোলন গড়ে তুলে দাবি আদায় করা হবে বলে শ্রমিক সমাবেশ থেকে জানানো হয়। বক্তারা আরো বলেন, ভারতকে খুশি করতে রাতের আধারে বিনা নোটিশে ২৫ টি পাটকল বন্ধ করে দেওয়া হয়। সে সময়কার ফ্যাসিস্ট সরকার ও বিজেএমসির পক্ষ থেকে বলা হয়েছিল পাটকলের উৎপাদন বন্ধ করা হয়েছে কিন্তু মিল বন্ধ করা হয় নি। মিল গুলো আগামী ৬ মাসের মধ্যে চালু করা হবে বললেও বিগত সাড়ে ৪ বছরের ও বেশি সময় অতিবাহিত হলেও এখনো বন্ধ মিলগুলো চালু আলোর মুখ দেখেনি।তৎকালীন ফ্যাসিস্ট সরকার পেটুয়া পুলিশ বাহিনী দিয়ে নিরিহ শ্রমিকদের ভয় দেখিয়ে মিল বন্ধ করে শ্রমজীবী মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন।বক্তারা অবিলম্বে শ্রমিকদের ন্যা্য্য দাবির প্রতি আস্থা রেখে দ্রুত সময়ের মধ্যে পাটকল গুলো চালু করে শ্রমিকের কর্সংস্থান সৃষ্টি সহ বেকার সমস্যা সমাধানে অন্তবর্তী সরকারের বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষন করেন। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খালিশপুর থানা বিএনপি সভাপতি এ্যাড: মোহাম্মদ আলী বাবু, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, খুলনা মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আবুল কালাম জিয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খালিশপুর থানা বিএনপি সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন,খুলনা মহানগর সদস্য ও খালিশপুর থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী পাট শ্রমিকদল কেন্দ্রীয় কমিটি যুগ্ম আহবায়ক আবু দাউদ দীন মোহাম্মদ, জাতীয়তাবাদী পাট শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি প্রচার সম্পাদক ওমর ফারুক, ইসলামী শ্রমিক আন্দোলন সভাপতি খুলনা মহানগর এস এম আবুল কালাম, শ্রমিক কল্যান ফেডারেশন খুলনা মহানগর সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, গন সংহতি আন্দোলন খুলনা জেলা আহবায়ক মনির চৌধুরী সোহেল, খালিশপুর থানা ইমাম পরিষদ সাধারণ সম্পাদক মাও: আনোয়ারুল আজম, ক্রিসেন্ট মিল রক্ষা কমিটি আহবায়ক মোশারেফ হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোন আহবায়ক, খুলনা জেলা তাসনিম আহমেদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মো: বাবুল হাওলাদার, জাহাঙ্গীর হোসেন, শামিম আহমেদ, মো: আক্তার হোসেন, মো: আবুল খায়ের, মো: সেলিম, সুজন সরদার, বাবুল হাওলাদার, মো: কামরুল,মো: সুজন,সামসু, লিটন, রানা,ফরহাদ,লিটন,নুরআলম, নুরুল হক,দুলাল,মো: নাসির, রানা প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর