ভ্রাম্যমাণ প্রতিবেদক >>> কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামুর খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের উত্তরে রামু-মরিচ্যা সড়কে কার-টমটম মুখোমুখি দূর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রাইভেট কার ও টমটমের মধ্যে সংঘর্ষ হলে পরিবহন দু'টি পাশের খালে পড়ে যায়।এ সময় দুই গাড়ীর ৮ আরোহী'কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।আহতদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে টমটক চালক আইয়ুব আলী (৫৫) কে মৃত্যু ঘোষণা করেন চিকিৎসক।নিহত আইয়ুব আলী খুনিয়াপালং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা।এ ঘটনায় আহত এক দম্পতি’কে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম প্রেরণ করা হয়েছে বলে কক্সবাজার সদর হাসপাতাল সূত্রে জানা গেছে।