রিয়াজ উদ্দিন:
কক্সবাজারের রামুতে অভিযান পরিচালনা করে তিশা বড়ুয়া নামের এক নারীকে অস্ত্র সহ আটক করেছে রামু থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানা পুলিশের পুলিশ উপ-পরিদর্শক(সেকেন্ড অফিসার) সালাহ উদ্দিন খান নোমান।
রামু থানা পুলিশ সুত্রে জানা যায়,২৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে এগারটার দিকে উপজেলার দক্ষিন মিঠাছড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড উমখালী বড়ুয়াপাড়া এলাকা হতে সঞ্চিত বড়ুয়া প্রকাশ সোনাইয়ার স্ত্রী তৃশা বড়ুয়া(৩২) কে স্থানীয়দের সহযোগিতায় একটি দেশীয় তৈরি এলজি(একনলা) বন্দুক সহ তাকে আটক করতে সক্ষম হয়। এসময় তার স্বামী সোনাইয়া পালিয়ে গেলে তাকে আটক করা সম্ভব হয়নি।
রামু থানার অফিসার ইনচার্জ ইমন কান্তি চৌধুরী জানান, অস্ত্রসহ আটককৃত তৃষা বড়ুয়াকে যথাযথ প্রক্রিয়া শেষে আদালতের কাছে হস্তান্তর করা হবে,এবং তার স্বামীকে গ্রেফতারের জন্য রামু থানা পুলিশের অভিযান চলমান রয়েছে।
Leave a Reply