আজ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রামু থানার বিশেষ অভিযানে ওয়ামী নেতা জহির আটক


আনোয়ার হোছাইন, নাইক্ষ‍্যংছড়ি

রামু থানার বিশেষ অভিযানে গর্জনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জহির উদ্দিনকে আটক করেছে পুলিশ। শনিবার (২ নভেম্বর) রাত ১১টার দিকে রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরীর নির্দেশনায় গর্জনিয়া ইউনিয়নের পশ্চিম বোমাংখিলস্থ নিজ বাড়ি থেকে অভিযানিক একটি দল তাকে আটক করে।

আটক জহির উদ্দিন স্থানীয় মৃত মোজাফ্ফর আহমদের ছেলে। তার বিরুদ্ধে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে রামু উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহিন চৌধুরীর উপর হামলা ও নির্বাচনী অফিস ভাংচুরের অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।

আটকের বিষয়টি নিশ্চিত করে রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী বলেন, ২০১৮ সালের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীলতার দায়ে করা মামলায় তাকে আটক করা হয়। আটকের পর তার বিরুদ্ধে যথাযথ আইনী পদক্ষেপ গ্রহণ পূর্বক রোববার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা অভিযোগে জানিয়েছেন- জহির উদ্দিন, বনবিভাগের নাম ভাঙিয়ে সাধারণ মানুষ থেকে চাঁদা আদায়, ফেসবুক লাইভ বা ভিডিও বার্তার হুমকি দিয়ে নানাভাবে মানসম্মানি লোকজন থেকে অর্থ আদায় তার নিত্যনৈমেত্তিক ঘটনা ছিল। ইউনিয়ন আওয়ামী লীগের বড় নেতা পরিচয় দিয়ে প্রশাসনের লোকজনকেও মুঠোফোনে হুমকি দিত সে। এদিকে জহির উদ্দিন আটকের পর গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়নে স্থানীয়দের মাঝে মিষ্টি বিতরণের খবরও পাওয়া গেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর