আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রামুতে বন্যহাতির আক্রমণে এক পাড়া সর্দারের মৃত্যু


শ.ম.গফুর:ভ্রাম্যমাণ প্রতিবেদক:

কক্সবাজারের রামুতে বন্যহাতির আক্রমণে এক গ্রামবাসীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) ভোরে রামু উপজেলার রাজারকূল ইউনিয়নের পাঞ্জেখানা-সোনাইছড়ি সড়কের চিকনছড়ি নামক এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন, রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) ইমন কান্তি চৌধুরী।নিহত আব্দুল হক (৪৭)রামুর রাজারকূল ইউনিয়নের ঢালারমুখ এলাকার মোহাম্মদ হোসেন ওরফে মাদুর ছেলে। তিনি ঢালারমুখ নয়াপাড়া সমাজ কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন।
স্থানীয়দের বরাতে ইমন কান্তি চৌধুরী বলেন, ভোরে আব্দুল হক ব্যবসায়িক কাজে বাড়ি থেকে বের হন। পরে নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ধান আনতে চিকনছড়ি এলাকায় পৌঁছলে বন্যহাতির পালের সম্মুখে পড়েন। এসময় হাতির আক্রমণে পদপিষ্ঠ হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

রাজারকূল ইউপি’র চেয়ারম্যান মুফিজুর রহমান বলেন, সকালে খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। গত কয়েকদিন ধরে ওই এলাকায় বন্যহাতির উৎপাত বেড়েছে। এতে স্থানীয়রা আতঙ্কে রয়েছেন। লোকালয়ে নেমে আসা বন্যহাতির হানায় বসত বাড়িসহ জানমালের ক্ষতি হচ্ছে।
ওসি ইমন কান্তি চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। আইনগত ব্যবস্থা শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর