আজ ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রাতের অন্ধকারে ফসলি জমির মাটি কাটায় দায়ে ১টি স্কেভেটর ও ৪টি ডাম্পার ট্রাক জব্দ


চন্দনাইশ প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশে রাতের অন্ধকারে ফসলি কৃষিজমির মাটি কেটে পরিবেশ বিনষ্ট করার দায়ে মাটিভর্তি ৪টি ডাম্পার ট্রাক ও ১টি স্কেভেটর জব্দ করেছে চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।

রবিবার (২৬ জানুয়ারি) রাত ১১দিকে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের বহরম পাড়া এলাকা থেকে এসব গাড়িগুলো ও স্কেভেটর জব্দ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা বলেন, গোপন সংবাদে ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে কৃষি জমির মাটিভর্তি ৪টি ডাম্পার ট্রাক ও স্কেভেটর আটক করতে সক্ষম হলেও ড্রাইভার পালিয়ে যায়। ট্রাকগুলো ও স্কেভেটরটি আটক আছে। ঘটনাস্থলে মাটি কাটার সঙ্গে যুক্ত কাউকে পাওয়া যায়নি। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি জানান, ফসলি জমির উপরিভাগের টপ সয়েল ফসল উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ। ইটভাটাগুলো সেই মাটি কেটে নিয়ে যায়।

এ মাটি কাটা অন্যায়। জমির এ মাটি কাটার কারণে ফসল উৎপাদনে বিপর্যয় নেমে আসে। তিনি আরও জানান, ফসলি জমির টপ সয়েল রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর