চন্দনাইশ প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশে রাতের অন্ধকারে ফসলি জমির মাটি ও পাহাড় কেটে পরিবেশ বিনষ্ট করার দায়ে মাটিভর্তি ২টি ডাম্পার ট্রাক জব্দ করেছে চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।
বুধবার (২২ জানুয়ারি) রাত ১০ দিকে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৪১ লট এলাহাবাদ এলাকা থেকে এসব গাড়িগুলো জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা বলেন, গোপন সংবাদে ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে মাটিভর্তি ২টি ডাম্পার ট্রাক আটক করতে সক্ষম হলেও ড্রাইভার পালিয়ে যায়। ট্রাকগুলো আটক আছে। ঘটনাস্থলে মাটি কাটার সঙ্গে যুক্ত কাউকে পাওয়া যায়নি। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply