সৈয়দ শিবলী ছাদেক কফিল:
চন্দনাইশ উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদায়ন করা হচ্ছে মো. রাজিব হোসেন (১৮২৮১)কে। ২ নভেম্বর রোববার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার দপ্তর সংস্থাপন শাখার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জেলা প্রশাসকের কার্যালয় চট্টগ্রামে সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব শাখা) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন কে নতুন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়।
নতুন ইউএনও মো. রাজিব হোসেন ৩ নভেম্বর সোমবার জেলা প্রশাসন দপ্তরে চন্দনাইশের ইউএনও হিসেবে যোগদানের সম্ভাবনা রয়েছে। এরপর দু'এক দিনের মধ্যেই চন্দনাইশে দায়িত্ব গ্রহণের মাধ্যমে দাপ্তরিক কাজ শুরু করবেন।
মো. রাজিব হোসেনের জন্ম ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায়। তিনি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে স্নাতক (সন্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ৩৬ তম বিসিএস (প্রশাসন) ক্যাডার কর্মকর্তা হিসেবে ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর যোগদান করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র সন্তানের পিতা।