মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী রাজানগর রানীরহাট ডিগ্রি কলেজের নতুন এডহক কমিটির সংবর্ধনা অনুষ্ঠান ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৮ নভেম্বর) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ একরাম’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ভাষাবিদ ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ, বিশেষ অতিথি ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ ও উপদেশ এম আহসানুল করিম পীরজাদা, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউছুপ চৌধুরী।
অনুষ্ঠানে সংবর্ধিয় অতিথি ছিলেন রাজানগর রানীরহাট ডিগ্রি কলেজ এডহক কমিটি’র সভাপতি কে. আর. এম পেয়ার উদ্দিন মাহমুদ চৌধুরী, কলেজ এডহক কমিটি’র প্রতিষ্ঠাতা সদস্য চৌধুরী মুহাম্মদ আবু হোসেন ইবনে হাশেম।
প্রভাষক মুন্সী নুরুল আমিন ও প্রদর্শক পুষ্প বড়ুয়া’র যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবেক ভিপি শাহেদ কামাল, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য কে.আর.এম. জিয়া উদ্দিন মাহমুদ চৌধুরী, কলেজের সাবেক বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মঞ্জুর মিয়া, কলেলের উপাধ্যক্ষ অধ্যাপক রেজাউল করিম, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক আজিজুর রহমান শরীফ, অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন স্বপন কুমার তুরী, মুহাম্মদ আলী প্রমুখ।
Leave a Reply