এস. এ. নয়ন, রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. হারুনকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৯ মে) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে বিষয়টি চাটগাঁর সংবাদকে নিশ্চিত করেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম।
এর আগে রবিবার (৮ মে) দিবাগত রাতে উপজেলার সরফভাটা ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত মো. হারুন সরফভাটা ইউনিয়নের জংগল সরফভাটা এলাকার বদিউল আলমের ছেলে। তিনি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার একটি মামলায় যাবজ্জীবন এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ডে সাজাপ্রাপ্ত আসামি।
এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম চাটগাঁর সংবাদকে বলেন, ‘১৯৯৯ সালের একটি হত্যা মামলায় মো. হারুনের বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করে চট্টগ্রাম জেলা জজ আদালত। এরপর থেকে সে পলাতক ছিলো। সে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।’
তিনি আরও বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল রাতে উপজেলার সরফভাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।’