আজ ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাঙ্গুনিয়ার শ্রী শ্রী ক্ষেত্রপাল ঠাকুরের পূজোয় “জাগো হিন্দু পরিষদ”এর চিকিৎসা সেবা প্রদান


এস. এ. নয়ন, রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রাম জেলার অন্তর্গত রাঙ্গুনিয়া উপজেলার সাবেক রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী শ্রী শ্রী ক্ষেত্রপাল ঠাকুরের পূজোয় প্রথম বারের মতো “জাগো হিন্দু পরিষদ” রাঙ্গুনিয়া উপজেলা শাখার উদ্যোগে মন্দিরে আগত ভক্তদের চিকিৎসা সেবা, পানীয় জল সেবা, লেবুর শরবত বিতরণ ও সচেতন মূলক লিফলেট বিতরণ করা হয়।

এতে অংশগ্রহণ করে রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের হিন্দু ধর্মীয় সংগঠনের সারথীবৃন্দ। উক্ত পূজো ও মেলায় সার্বিক সহযোগীতা করেন রাঙ্গুনিয়া উপজেলা JHP পরিবার, JHP কাতার শাখা, JHP ওমান শাখা ও JHP দুবাই শাখা। বিশিষ্ট ডাক্তার রনজিত নাথ বলেন – স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি JHP রাঙ্গুনিয়া উপজেলার দেবী পরিষদকে।
আমার মতো অধমজন এমন মহৎ কর্মযজ্ঞে সম্পৃক্ত হতে পেরে এবং অনেক গুণিজনের সান্নিদ্ধে এসে ভক্তদের সেবা করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।
আমার ইউনিয়নের সকল সারথীদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর