এস. এ. নয়ন, রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নে চারতলা বিশিষ্ট ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন হতে যাচ্ছে। আজ শনিবার (১২ মার্চ) দুপুরে ধামাইরহাট বাজারের পশ্চিমে পরিষদ কমপ্লেক্স ভবনের জন্য বরাদ্দকৃত জায়গা চূড়ান্ত পরিদর্শনে আসেন চট্টগ্রাম জেলার স্থানীয় সরকারের উপ-পরিচালক বদিউল আলম ও রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখার ইউনুস। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ রাজানগর ইউপি চেয়ারম্যান আহামদ সৈয়দ তালুকদার, দক্ষিণ রাজানগর ইউনিয়ন আ,লীগের সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, অত্র পরিষদের ইউপি সদস্যবৃন্দ।
শিঘ্রই এটি বাস্তবায়ন হতে যাচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।