নিজস্ব প্রতিবেদক >>> রাঙ্গুনিয়ায় এস এস সি ১৯৮৯ ব্যাচের ঈদ পুণমিলনী অনুষ্ঠান গত বৃহৃপতিবার গভীর রাতব্যাপী সম্পন্ন হয়। এই ব্যাচের সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলমের পরিচালনায় সম্পূর্ণ অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানের ১ম পর্বে ছিল তাদের মধ্যে পরিচিতি, ২য় পর্বে ছিল আলোচনা সভা, তৃতীয় পর্বে ছিলো রাতব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। অধ্যক্ষ সরওয়ার সালে সিকদার এর সভাপতিত্বে ১মপর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন ডেপুটি জেনারেল ড. রেজাউল করিম, বিধান চন্দ্র দাশ, রুবায়েদ রাশেদ, রাঙ্গুুনিয়া প্রেসক্লাব সভাপতি মো: ইলিয়াছ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাংবাদিক নুরুল আবছার চৌধুরী, সাংবাদিক শান্তি রঞ্জন চাকমা, ৮৯ ব্যাচের অন্যান্য ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন আলমগীর হোসেন,মিজান, কাজল,রূপায়ন বড়ুয়া, পারভিন আকতার প্রমুখ। অনুষ্ঠানের ২য় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদের মধ্যে থেকে রাতব্যাপী অনুষ্ঠানে ওদের মধ্যে থেকে গানের অংশ গ্রহণের পাশাপাশি চট্রগ্রাম শহর থেকে আসা শিল্পী গান গেয়ে প্রাক্তন ছাত্র ছাত্রীদের মাতিয়ে রেখে ছিলেন। উপস্থিতি প্রতিজন ছাত্র-ছাত্রীদের মধ্যে গানের তালে তালে উত্তাল ডেউএর মতোন ওরা গর্জনে ফেটে পরেছিলেন।
Leave a Reply