নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক এবং ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী মিল্টনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের ২ নম্বর গেট এলাকার ইয়াকুব সেন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পাঁচলাইশ মডেল থানা পুলিশ।
পাঁচলাইশ মডেল থানা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশব্যাপী চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে পুলিশ।
Leave a Reply