নুরুল আবছার চৌধুরী,নিজস্ব প্রতিবেদক >>> সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে জামায়াতে ইসলামীতে আসতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া-৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান। তিনি বলেন, বৈষম্যহীন রাঙ্গুনিয়া গড়তে জামায়াতে ইসলামীকে প্রয়োজন। গত বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে রাঙ্গুনিয়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার, ঈদ উপহার ও সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অধ্যক্ষ আমিরুজ্জামান এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকরা হলো জাতির দর্পন। বৈষম্যবিরোধী আন্দোলনে বিভিন্ন তথ্য দিয়ে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমাদের উচিত সাংবাদিকদের পেশাগত কাজে সহযোগিতা করা। তবেই সমাজের অন্যায়-অবিচার, দূর্নীতি কমে আসবে।মরিয়মনগর জামায়াতে ইসলামীর অফিসে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাসান মুরাদ। রাঙ্গুনিয়া উপজেলার নায়েবে আমীর মাওলানা শওকত হোসেন’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শাহ আলম, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি ইলিয়াস তালুকদার, সাধারণ সম্পাদক সাংবাদিক নুরুল আবছার চৌধুরী, ইয়াকুব আলী মনি, সাংবাদিক মো: আলী, শান্তি রঞ্জন চাকমা, আব্বাস হোসেন, জগলুল হুদা, জামায়াত নেতা এডভোকেট মিনহাজ উদ্দিন, মো. হোসাইন, আবদুল গফুর, আরিফুল ইসলাম চৌধুরী মুরাদ প্রমুখ।
Leave a Reply