আজ ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের গুলিতে উপজাতি যুবক খুন, গুলিবিদ্ধ তিন


রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের গুলিতে খুন হয়েছে এক উপজাতি যুবক। এই ঘটনায় আরো তিনজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোররাতে উপজেলার সরফভাটা ইউনিয়নের সীমান্তবর্তী বোয়ালখালী উপজেলার দুইজ্জাখালের লেমু এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম আওয়াইমং মারমা (৩৩)। তিনি উপজেলার সরফভাটা বড়খোলাপাড়া এলাকার অংসিপ্রু মারমার ছেলে। আহতরা হলেন একই এলাকার মংসাযাই মারমার ছেলে মংরে মার্মা (৩৫), চাইপিউ মারমার ছেলে হ্লাসাথুই মারমা (২৫) এবং সাউচিং মারমার ছেলে উসাইমং মারমা (১৭)।

এরমধ্যে বুকে গুলি লাগা আওয়াইমং মারমার অবস্থা আশংকাজনক। বাকী দু’জনের একজনের পেটে ও অন্যজনের হাতে গুলি লাগে। তারা তিনজনই বর্তমানে চট্টগ্রাম ম্যাডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় মাস্টার অনন্ত চৌধুরী জানান, নিহত ও আহতরা পেশায় লেবু চাষী৷ প্রতিদিন লেবু বাগান পরিচর্যা, লেবু তুলা ও বিক্রি করে সংসার চালায়। সম্প্রতি লেবু চুরির ঘটনা ঘটে চলেছে। তাই প্রায় রাতে তারা বাগান পাহাড়া দিতে সেখানে রাত্রিযাপন করে। বুধবার রাতেও তারা চারজন লেবু বাগান পাহাড়া দিতে গেলে ভোররাতে একদল সন্ত্রাসী তাদের উপর হামলা করে। সন্ত্রাসীরা অতর্কিত গুলি চালালে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং আহত হয় আরও তিনজন ব্যক্তি।

জানা যায়, সম্প্রতি প্রকাশ্যে এক লেবু ব্যবসায়ীর হাত কেটে বিচ্ছিন্ন করেছিলো সন্ত্রাসীরা। এছাড়া রাতের আধারে হামলা চালিয়ে পৃথক স্থানে কয়েকজনকে কুপিয়ে যখম করার ঘটনা ঘটে। সর্বশেষ মীরেরখীল বাজারে প্রকাশ্যে দিন দুপুরে নুরুল ইসলাম তালুকদার নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।

খুনের ঘটনায় জানতে চাইলে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহিন বলেন, “স্থানীয় সুত্রে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর