আজ ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাঙ্গুনিয়ায় শিক্ষক জানে আলমের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচে চ্যাম্পিয়ন রাঙ্গুনিয়া ফুটবল একাডেমি


রাঙ্গুনিয়া প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক শিক্ষক জানে আলমের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২ নভেম্বর) বিকাল ৩টায় উপজেলার দক্ষিণ রাজানগর সোনারগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. জানে আলম এর সভাপতিত্বে ও এডভোকেট মো. মাসুদ করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

খেলায় প্রধান অতিথি’র বক্তব্য দেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এডভোকেট কামাল হোসেন চৌধুরী, প্রধান বক্তা ছিলেন উপজেলা জামাতে ইসলামী’র আমির হাসান মুরাদ। উদ্বোধক ছিলেন রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির মোহাম্মদ সেলিম, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউছুপ চৌধুরী, কাউখালি সরকারি কলেজের অধ্যাপক গফুর আহমেদ, আল-জামিল এয়ার ট্রাভেল এন্ড হজ্ব সার্ভিস’র স্বত্বাধিকারী রাশেদ তালুকদার, এডভোকেট জামাল উদ্দিন, রাঙ্গুনিয়া ফুটবল একাডেমি’র প্রতিষ্ঠাতা সভাপতি মো. নবীর হোসেন, দক্ষিণ রাজানগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি কামাল উদ্দিন মেম্বার, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান রনি, মুহাম্মদ ইউনুস তালুকদার, নুরুল আলম তালুকদার, আব্দুল মালেক তালুকদার, প্রবাসী মমতাজ তালুকদার, ইউনিয়ন ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, ব্যবসায়ী অলি আহমদ প্রমুখ।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত দুই শিক্ষার্থী মুহাম্মদ আবিদ বিন গরুর, মীর আফিফুর ইসলাম ফরহান’কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। খেলায় রেফারি’র দায়িত্ব পালন করেন মুহাম্মদ রফিকুল ইসলাম, তাকে সহযোগী করেন মুহাম্মদ সাজ্জাদ ও আমান। এদিকে খেলায় ২-০ গোলে সোনারগাঁও একাদশকে হারিয়ে রাঙ্গুনিয়া ফুটবল একাডেমি জয় লাভ করেন। পরে বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রাপি তুলে দেন অতিথিরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর