চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সেনাবাহিনী ও বন বিভাগ যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমান কাঠ উদ্ধার করা হয়েছে। ইছামতি রেঞ্জের নিশ্চিন্তাপুর বন বিটের আওতাধীন পশ্চিম নিশ্চিন্তাপুর খলিফাপাড়া এলাকায় অভিযান করা হয়।
জানা যায়, চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চারের নির্দেশে ইছামতী রেঞ্জ কর্মকর্তা মো: সাজ্জাদ হোসেন, নিশ্চিন্তাপুর বন বিট কর্মকর্তা মো: তৌহিদুর রহমান, ইছামতি বিটের মো: হাবীবুর রহমান শামীম, বগাবিল বিটের মো: শাকিল বাবুর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ সেনাবাহিনীর সহযোগিতায় শুক্রবার বিকাল পর্যন্ত রাঙ্গুনিয়া উপজেলার পশ্চিম নিশ্চিন্তাপুর খলিফাপাড়ায় যৌথ অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
এসময় অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে রাখা সেগুন গোলকাঠ ৪৬০ টুকরা সমান ৪৫২.০৫ ঘনফুট, কড়ই ১৫ টুকরা সমান ৭.১৪ ঘনফুট মোট ৪৫৯.১৯ ঘনফুট কাঠ আটক করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় দশ লক্ষ টাকা বলে জানা গেছে। জব্দকৃত কাঠ ইছামতি রেঞ্জ কার্যালয় হেফাজতে নেয়া হয়েছে।
কাঠ পাচাররোধে এধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে ইছামতি রেঞ্জ কার্যালয় সূত্র জানিয়েছে।
নুরুল আবছার চৌধুরী: