নুরুল আবছার চৌধুরী:
মৃত যমজ দুই শিশু প্রসবের এগার ঘন্টা পর এক প্রসুতি মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতের নাম রুমা আক্তার (২৮)। এই হ্রদয় বিদারক ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া মরিয়মনগরের রশিদিয়া গ্রামে।
জানা যায়, উপজেলার মরিয়মনগর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের গাজী দক্ষিণ রশিদিয়া পাড়ার বাসিন্দা প্রবাসী মোহাম্মদ ইসমাইলের স্ত্রী দুই কণ্যা সন্তানের জননী গর্ভবর্তী রুমা আক্তারকে গত শনিবার বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সন্ধ্যায় জরুরী ভিত্তিতে অস্ত্রোপচার করে মৃত যমজ দুই শিশু প্রসব হয়। দুই সন্তান মৃত্যুর এগার ঘন্টা পর গতকাল রোববার ভোর পাঁচটায় চিকিৎসাধীন অবস্থায় প্রসুতি মায়ের মৃত্যু হয়। প্রবাসী ইসমাইলের চাচাতো ভাই রবিউল বলেন, জন্মনেওয়া সদ্য দুই শিশু এবং মায়ের মৃত্যুতে পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply