রাঙ্গুনিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ওয়াইফাই তার ঠিক করতে গিয়ে বিদুৎ পৃষ্ট হয়ে মুহাম্মদ রুবেল(২৫) নামের এক গ্যারেজ মেকানিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার রানীরহাট বাজারের বীজবাগানের সামনে এ-ঘটনা ঘটে। নিহত রুবেল আল-মদিনা নামের একটি অটোরিকশা গ্যারেজের মালিক মুহাম্মদ রফিকুল ইসলামের ছেলে।
উপজেলা ফায়ারসার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার জাহেদুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত দুপুর ১.৪০মিনিটে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। নিহত রুবেল তার গ্যারেজের ক্যামেরার ওয়াইফাই তার ঠিক করতে দোকানের টিনের চালে উঠেছিল। কিন্তু পাশে থাকা বৈদ্যুতিক তারে পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। আমরা লাশ উদ্ধা করে রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি।
রাঙ্গুনিয়া থানার (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান,খবর পাওয়ার সাথে সাথে ঘটনা স্থলে একটি টিম গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এই ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেয়া হবে।
Leave a Reply