নিজেস্ব প্রতিবেদক,চট্টগ্রাম উত্তর>>> রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর কর্ণফুলী নদী থেকে বালি পাচার বন্ধে এলাকাবাসীর উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাতে মরিয়মনগর রশিদিয়া পাড়া কর্ণফুলী নদীর পাড়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ নুরুল আলম। রাঙ্গুনিয়া উপজেলা সাবেক ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি আহামদ কবিরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হোসেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ করিম রানা,রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা এলডিপির গণতান্ত্রিক যুবদল সভাপতি নাসির উদ্দিন, মরিয়ম নগর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আলী,রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াছ তালুকদার,সাধারন সম্পাদক সাংবাদিক নুরুল আবছার চৌধুরী প্রমুখ।প্রতিবাদ সভায় বক্তারা বলেন, কর্ণফুলী নদীর পাড়ে ফসলি জমি ও শতশত বসতবাড়ি হুমকির মুখে রয়েছে।ভাঙ্গনের কবল থেকে রক্ষায় বালি পাচার বন্ধে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেয়া দরকার।
ছবির ক্যাপশন: রাঙ্গুনিয়ায় বালি পাচার বন্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।***