এস. এ.নয়ন, রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়ায় বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের “বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরিক্ষা ২০২৩” এর পুরষ্কার, সনদ ও সম্মাননা প্রদান এবং মাতৃ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৯ নভেম্বর) বিকাল ০৩ টায় বাগীশিক দক্ষিণ রাজানগর ইউনিয়ন সংসদের আয়োজনে ধামাইর হাট শ্রী শ্রী রক্ষা কালী মন্দির প্রাঙ্গণে।
অনুষ্ঠানের শুরুতে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে সনাতন ধর্মের প্রাণ পুরুষ, শ্রেষ্ঠ ধর্মনেতা, শ্রেষ্ঠ ধর্মগুরু, পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের মুখনিঃসৃত বাণী শ্রীমদ্ভগবদ্ গীতা পাঠের মাধ্যমে অনুষ্টান সঞ্চালনা করেন উপজেলা বাগীশিকের সহ সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ রাজানগর ইউনিয়ন সংসদ বাগীশিকের সম্মানিত সভাপতি পণ্ডিত শ্রী শুভরাজ আচার্য্য নয়ন। এতে সভাপতিত্ব করেন বাবু রঘুনাথ দাশ। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন দক্ষিণ রাজানগর ইউনিয়ন শাখার সম্মানিত সাংগঠনিক সম্পাদক ও গীতা শিক্ষক বাবু জগন্নাথ দাশ ও দক্ষিণ রাজানগর ইউনিয়ন সংসদের সম্মানিত সাধরণ সম্পাদক বাবু সুব্রত নাথ।
প্রধান অতিথি’র বক্তব্য দেন উপজেলা বাগীশিকের সভাপতি রূপন কান্তি শীল, প্রধান বক্তা ছিলেন উপজেলা বাগীশিকের সাধারণ সম্পাদক পন্ডিত মিল্টন চক্রবর্তী, বিশেষ অতিথি’র বক্তব্য দেন বাগীশিক রাঙ্গুনিয়া উপজেলা সংসদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক বাবু বাদল কান্তি নাথ মহোদয়, বাগীশিক পারুয়া ইউনিয়ন সংসদের সম্মানিত সভাপতি ও প্রধান শিক্ষক বাবু সৌমিত্র বসাক, বাগীশিক রাঙ্গুনিয়া উপজেলা সংসদের সম্মানিত মহিলা উপদেষ্টা শ্রীমতি পরী রাণী মালাকার, দক্ষিণ রাজানগর ইউনিয়ন সংসদের প্রচার সম্পাদক জ্যোতিষ শ্রী মাধব চক্রবর্ত্তী, জাগো হিন্দু পরিষদ পারুয়া ইউনিয়ন শাখার সম্মানিত প্রধান সমন্বয়ক ও গীতা শিক্ষক বাবু শম্ভু দেবনাথ,ও সঞ্জয় দেবনাথ, সান্টু কর্মকার ও স্বপন দাশ প্রমুখ। আরো উপস্থিত ছিলেন অভিভাবক মাতৃ মন্ডলি ও সনদপত্র গ্রহনকারী কোমলমতি গীতা শিক্ষার্থীবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন গীতা শিক্ষা নিকেতনের শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান এবং গীতা ও নৈতিক শিক্ষা পরিক্ষায় উত্তীর্ন শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার ও সনদ বিতরণ করেন অতিথিরা। পরিশেষে সভাপতি বাবু রঘুনাথ দাশ মহোদয়ের বক্তব্যের মাঝে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply