আজ ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

রাঙ্গুনিয়ায় বর্ষবরণ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান


রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি- রাঙ্গুনিয়ায় শুভ বাংলা নববর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

সোমবার (১৪ এপ্রিল) সকালে অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল ১০টার দিকে আনন্দ শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু করে কাপ্তাই সড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এতে ঢাকের তালে, বাঁশি বাজিয়ে নানা রঙবেরঙের পোশাক পড়ে শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের জনসাধারণ। পরে শিশুমেলা মডেল স্কুল মাঠে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নাচ, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করেছে।

এসময় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান। অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিপাতুল মাজদার, রাঙ্গুনিয়া মডেল থানায় ওসি (তদন্ত) সুজন হালদার, উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম প্রমুখ। সঞ্চালনা করেন শিক্ষক সুবর্ণা বড়ুয়া এবং এম এম মোরশেদ। শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার তুলে দেয়া হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর