আজ ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রাঙ্গুনিয়ায় দুই দিনব্যাপী বইমেলার উদ্বোধন


রাঙ্গুনিয়া প্রতিনিধি >>> রাঙ্গুনিয়া উপজেলার পাঠশালা রাঙ্গুনিয়ার আয়োজনে দুই দিনব্যাপী একুশে বই মেলার উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কাপ্তাই সড়কের পাশে কুলকুরমাই সন্তোষ বাবুর ঘাটায় আয়োজিত বই মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দীন। প্রধান অতিথি ছিলেন পার্কভিউ হাসপাতালে ম্যানেজিং ডিরেক্টর ডাঃ এটিএম রেজাউল করিম। পাঠশালা রাঙ্গুনিয়ার উদ্যোক্তা শিশির মোরশেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটালের এক্সিকিউটিভ ডিরেক্টর ডাঃ এসকেএম মোকাম্মেল সিয়াম, সাংবাদিক আকাশ আহমেদ, কথা সাহিত্যিক সৈয়দ মনজুর মোর্শেদ, শিক্ষক মো. আলমগীর, রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটালের জেনারেল ম্যানেজার মো. ইসমাঈল, সাংবাদিক আব্বাস হোসাইন আফতাব, ইসমাঈল হোসেন নয়ন প্রমুখ।আয়োজকেরা জানান, ৫ম বারের মতো বই মেলার আয়োজন করা হয়েছে। বই মেলায় রক্তাক্ত ফাল্গুন, সমথট, বায়ান্ন, স্লোগান, ছোটপাখি এই পাঁচটি স্টলে প্রায় ১০হাজার বইয়ে সমৃদ্ধ ছিল। এই পাঁচটি স্টল ছাড়াও পাশে রয়েছে চা-থিয়েটার স্টল। যেখানে ফুল, চা, ফুসকাসহ নানা আয়োজন ছিল৷ এছাড়াও রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটালের পক্ষ থেকে ফ্রি’তে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি করা হয়। দুই দিনব্যাপী আয়োজিত এই বই মেলায় উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন চলবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর