আজ ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাঙ্গুনিয়ায় গাউসিয়া কমিটির মৃত ব্যক্তির গোসল, কাফন, জানাযা ও দাফন প্রদর্শন


মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া

ইসলামী শরীয়তে মুসলিম মৃত নর-রানী ব্যক্তিকে কিভাবে গোসল করানো হয়, কাফন পড়ানো হয়, নামাজে জানাযা এবং মৃত ব্যক্তিকে দাফনের নিয়মকানুন প্রদর্শন করেন গাউসিয়া কমিটি।

বুধবার(১৩ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১৩নং ইসলাম ইউনিয়ন গাউসিয়া কমিটির আয়োজনে গাবতল কাতালশাহ মাঠে এ- প্রদর্শনী ইউনিয়ন গাউসিয়া কমিটির সভাপতি মাস্টার আবুল কালেমের সভাপতিত্বে এবং উপজেলা উত্তর গাউসিয়া কমিটি’র সাংগঠনিক সম্পাদক মাওলানার নুরুন্নবী’র নেতৃত্বে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন গাউসিয়া কমিটি’র সদস্যরা সহযোগীতা করেন।

আয়োজকরা বলেন, ইসলামী শরীয়তে মুসলিম মৃত ব্যক্তির গোসল, কাফন, জানাযা ও দাফনের নিয়মকানুন যথাযথ পালনের লক্ষ্যে ইসলামপুর ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে আমরা এ- প্রদর্শনীর আয়োজন করেছি। আশাকরি এ- প্রদর্শনীর মাধ্যমে অজানা অনেক কিছুই জানবে মুসলিম সম্প্রদায়। ইউনিয়ন গাউসিয়া কমিটির আয়োজনে করোনাকালীন সময়ে মুসলিমদেরকে কাফন, দাফন এবং অন্যান্য ধর্মাবলম্বীদের মৃতদেহ সৎকার করেছি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর