নুরুল আবছার চৌধুরী
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাঙ্গুনিয়ার গুমাইবিলের প্রান্তিক কৃষকের "ধান কাটা উৎসব" কার্যক্রম শুরু করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গতকাল সোমবার সকালে রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন গুমাইবিলস্থ কৃষক দিলিপ নাথের ক্ষেতের ধান কেটে দেয়ার মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন বিএনপি নেতা প্রকৌশলী নাসির উদ্দিন নসু ও স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন জিয়া মঞ্চ এর সভাপতি ও কৃষক দল নেতা মো. আবুল হাসেম। বিএনপি নেতা প্রকৌশলী নাসির উদ্দিন নসু বলেন, সংগ্রাম ও অর্জনে দুর্যোগ-দুর্বিপাকে এদেশের কৃষক-কৃষাণীকে সাথে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের কৃষি ও কৃষকের পাশে ছিল। শহিদ জিয়াউর রহমানকে বুকে ধারণ করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অসহায় কৃষকদের ধান কেটে গোলায় তুলে দেয়ার জন্য অনুরোধ করেন।
অসহায় কৃষক দিলিপ নাথ বলেন, জমিতে আমন ধানের চাষ করেছি। ক্ষেতের ধান পাকলেও শ্রমিক সংকট ও শ্রমিকের দাম বেশী হওয়ায় ধান কাটতে পারছিলাম না। সকালে ক্ষেতে আমার সাথে বিএনপি নেতাকর্মীরা ধান কাটেন। জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে আমার ধান কেটে দিয়েছে এতে আমার অনেক উপকার হয়েছে। তাই তিনি বিএনপি নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকের ধান কেটে দেয়া প্রসঙ্গে স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন জিয়া মঞ্চ এর সভাপতি ও কৃষক দল নেতা আবুল হাসেম বলেন, আমরা তারেক রহমানের নির্দেশে জিয়ার আদর্শের সৈনিকরা অসহায় দরিদ্র কৃষকের ধান কেটে দিয়েছি। দরিদ্র কৃষক শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছিলো না। পরে আমরা জানতে পেরে তার ধান কেটে দিয়েছি। বিএনপি নেতা শামীম চৌধুরী বলেন, আমরা দলীয় লোকজন নিয়ে কাঁচি হাতে নিয়ে কৃষকদের ধান কেটে দিচ্ছি।
দরিদ্র কৃষকের যে কোনো সংকটে আমরা কাজ করে যাব। এ প্রতিশ্রুতি নিয়েই এলাকার অসহায় দরিদ্র কৃষকের ধান কেটে দিচ্ছি। দুঃসময়ে কৃষকদের পাশে আমাদের সবার দাঁড়ানো প্রয়োজন। ধান কাটার কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা আজগর হোসেন, শামীম চৌধুরী, লোকমান উদ্দিন, কাতার বিএনপি নেতা খোরশেদ, যুবদল নেতা জমির উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা ইমাম হোসেন, ফরহাদ হোসেন, উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক হেলাল আহমেদ, ছাত্রদল নেতা মারুফ, আরাফাত, মোকারম, রকিব, সাব্বির সাখাওয়াত, জসিম, কামাল, দিলীপ, শাহাদাৎ, দীপক, হানিফ প্রমুখ।