রাঙ্গুনিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি >>> চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা গতকাল শনিবার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন। বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অদিতি দাশ, উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম রাঙ্গুনিয়া প্রেস ক্লাব এর সভাপতি মোহাম্মদ ইলিয়াছ, কারিতাস এর মাঠ কর্মকর্তা গৌরি ভট্টাচার্য্য, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের শিবু চন্দ্র নাথ, জেসমিন আকতার প্রমুখ। পরে কারিতাস সিএমএলআরপি-২ প্রকল্প ও উপজেলা প্রশাসনের উদ্যোগে পৃথক র্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়।
Leave a Reply