রাঙ্গুনিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি
পার্বত্য রাঙ্গামাটি জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৬ ডিসেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা সদর একটি কমিউনিটি সেন্টার রাঙ্গামাটি জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি জাহেদুল আলম চৌধুরী'র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি'র বক্তব্য দেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ- ধর্ম বিষয়ক সম্পাদক ও সাবেক সিনিয়র যুগ্ম জেলা জজ দীপেন দেওয়ান, রাঙ্গামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউছুপ চৌধুরী।
রাঙ্গামাটি জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রহিম আকাশ ও সাংগঠনিক সম্পাদক শংকদীস বড়ুয়া'র যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন সদর থানা বিএনপির সভাপতি মুহাম্মদ মজিবুল হক, মুহাম্মদ আকবর আলী প্রমুখ।
এদিকে সাধারণ সভা শেষে ২য় অধিবেশন রাঙ্গামাটি জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি জাহেদুল আলম চৌধুরী'র সভাপতিত্বে রাঙ্গামাটি জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ, রাঙ্গামাটি চট্টগ্রাম ট্রাক চালক সমিতি, রাঙ্গামাটি শ্রমিক ইউনিয়ন, রাঙ্গুনিয়া রানীরহাট ট্রাক মালিক সমিতি'র নেতৃবৃন্দরা বক্তব্য দেন। এছাড়াও রাঙ্গামাটি জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নেতৃবৃন্দের মাঝে সম্মাননা স্মারক প্রদান ও বোনাস প্রদান করা হয়।