আজ ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাঙামাটিতে কঠিন চিবর দান

রাঙামাটিতে মাসব্যাপী কঠিন চিবর দান অনুষ্ঠান শুরু


রাঙামাটিতে আজ সোমবার (১০ অক্টোবর) থেকে মাসব্যাপী কঠিন চিবর দান অনুষ্ঠান শুরু হয়েছে। প্রচারণা পূর্ণিমার পর মাসব্যাপী কঠিন চিবর দান অনুষ্ঠানের অংশ হিসেবে উলুছড়ি ছাবা বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ৯টায় বিহার প্রাঙ্গনে পঞ্চশীল প্রার্থনা, বৌদ্ধ মুর্তি দান, সংঙ্গ দান, চীবর দান সহ বিভিন্ন দানের মাধ্যমে চীবর দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উলুছড়ি বিহারে কঠিন চিবর দান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। অনুষ্ঠানে ধর্মীয় নির্দেশনা প্রদান করেন পার্বত্য ভিক্ষু সংঘের সভাপতি শুদ্ধালংকার মহাথের, ছাবা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শুভদর্শী মহাথের।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদ সদস্য প্রিয়নন্দ চাকমা, বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি জয় সন তঞ্চঙ্গ্যা, জেলা আনসারের সহকারী কর্মকর্তা মো. আবদুল মোস্তাকিন, ছাবা বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির প্রকাশনা সম্পাদক নির্মল বড়ুয়া মিলন প্রমুখ।
পরে বৌদ্ধ ধর্মীয় ভিক্ষুসংঘকে চীবর উৎসর্গ করা হয়।

এ ছাড়া মাসব্যাপী কঠিন চিবর দান উপলক্ষে জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে কঠিন চিবর দান অনুষ্ঠিত হয়। সাধারণত প্রবারণা পূর্ণিমার পর দিন থেকেই বৌদ্ধ ধর্মালম্বীরা বৌদ্ধ বিহারে বিহারে কঠিন চিবর দানানুষ্ঠানের আয়োজন করেন।
সূত্র: বাসস


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর