আজ ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাউজান থানার হত্যা মামলার আসামি গ্রেপ্তার


অনলাইন ডেস্ক

রাউজান থানার হত্যা ও অস্ত্র মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি আজিজুল হককে দীর্ঘ ২২ বছর পর নগরের কোতোয়ালী থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। আজিজুল হক (৫১) রাঙ্গুনিয়ার উত্তর হিংগলা এলাকার আব্দুল মোনাফের ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন জানান, রাউজান থানার হত্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী আজিজুল হক নগরের কোতোয়ালী থানাধীন হোটেল সোনালীর সামনে অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৪ নভেম্বর) দুপুর পৌনে একটার দিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ২২ বছর চট্টগ্রাম জেলা ও নগরের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল আজিজুল।

তার বিরুদ্ধে রাউজান থানায় হত্যা, অস্ত্র, অপহরণ, চুরি এবং ডাকাতিসহ ১২টি মামলা রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর