আজ ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাউজানে সার্বজনীন শ্রী শ্রী শিব মন্দিরের উদ্যোগে শিব চতুর্দ্দশী পূজা অনুষ্ঠিত


রাউজান উপজেলার ১০ নং পূর্ব গুজরায় ২৪১ বছরের ঐতিহ্যবাহী প্রাচীন সার্বজনীন শ্রী শ্রী শিব মন্দিরে শিব চতুর্দ্দশী পূজা উপলক্ষে দুই দিন ব্যাপী ধর্মীয় সভা,আলোচনা সভা, গীতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

শ্রী শ্রী শিব মন্দিরে কমিটির সভাপতি মিলন বৈদ্য শুভের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিটন মহাজনের সঞ্চালনায় ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান রুবিনা ইয়াছমিন রুজি। বিশেষ অতিথি ছিলেন,প্যানেল চেয়ারম্যান আশরিফা করিম রোজি, ৫ নং ওয়ার্ডের মেম্বার সজল মহাজন বসু। এতে বক্তব্য রাখেন শ্রী শ্রী শিব মন্দিরে কমিটির সাবেক সভাপতি সমীর দে, সাংবাদিক এস কে সাগর। এ সময় আরো উপস্থিত ছিলেন সহ সাধারণ সম্পাদক লিটন বৈদ্য রানা,অরবিন্দু দে, সাংস্কৃতিক সম্পাদক তপন বৈদ্য ,পংকজ মহাজন,হারাধন দে,তপন দে,রজিব দে শিমু, অর্থ সম্পাদক ঝন্টু চক্রবত্তী, অজিত বৈদ্য,রুবেল দে, রাজিব দে,প্রদিপ দে,সাজিব দে, জিকু দে,অপু মহাজন,রাসেল দে,সৈকত দে,শুভ্রত দে সহ মন্দির কমিটির নেতৃবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর