চট্টগ্রামের রাউজানে এক ইটভাটায় চাঁদাবাজি করতে গিয়ে আদায়কৃত ৫০ হাজার টাকাসহ আবু জাফর (৪৫) নামে এক ব্যক্তিকে হাতে-নাতে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বেলা পৌনে ১টার দিকে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আইলিখিল এলাকার রাউজান ব্রিকস ম্যানুফেকচার (আরবিএম) এর অফিস থেকে তাঁকে টাকাসহ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে থানা পুলিশ। গ্রেপ্তার আবু জাফর রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জঙ্গল রাউজান গ্রামের বাসিন্দা।
অভিযানে অংশগ্রহণকারী পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানাগেছে,রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ওই ইটভাটা মালিক এস এম শহিদুল্লাহর কাছ থেকে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন আবু জাফর। সোমবার ৫০ হাজার টাকা দেওয়ার সম্মতি জানালে ইটভাটা মালিকের কাছ থেকে আরও টাকা দাবি করায় ভুক্তভোগী ৯৯৯ এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আদায়কৃত ৫০ হাজার টাকার জাফরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান। এরআগেও ২০ হাজার টাকা ওই ব্যক্তিকে চাঁদা দিতে হয়েছে বলে জানায় ভুক্তভোগী ইটভাটা মালিক এস এম শহিদুল্লাহ।
স্থানীয়দের দাবি, গ্রেপ্তার আবু জাফর কখনো পুলিশের সোর্স, কখনো বিএনপি নেতার নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির সঙ্গে জড়িত।
তবে তার দলীয় কোনো পদ পদবী নেই বলে নিশ্চিত করেছেন রাউজান পৌরসভার ৯ ন ম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শফিকুল ইসলাম চৌধুরী বলেন, ওই ব্যক্তিকে চাঁদাবাজির টাকাসহ গ্রেপ্তার করা হয়েছে। মামলা কার্যক্রম চলছে। আগামীকাল মঙ্গলবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে৷
সোহেল রানা, রাউজান প্রতিনিধি,