আজ ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

রাউজানে বসতঘরে আগুন, স্কুলছাত্রের মৃত্যু


অনলাইন ডেস্ক:

চট্টগ্রামের রাউজানের ডাবুয়ায় বসতঘরে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় মোহাম্মদ ফয়সাল নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ফয়সাল রাউজান সদরের বি.আর.সি আইডিয়াল কিন্ডার গার্টেনের ছাত্র।

শনিবার (৮ মার্চ) দিবাগত রাত দেড়টায় ডাবুয়া ইউনিয়নের পশ্চিম ডাবুয়া গ্রামের গণি হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রান্নাঘরের চুলা থেকে তিন বসতঘরে আগুন লাগে। এসব ঘরের মালিক মো. মুসা, মো. ইউসুফ ও মো. ইদ্রিস মিয়া। এ সময় পাশের পাকা ভবনে আগুনের তাপ ও ধোয়ায় শ্বাসরোধ হয়ে মোহাম্মদ ফয়সাল নামের এক স্কুলছাত্র আহত হয়। পরে তাকে হাসপাতলে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

রাউজান ফায়ার সার্ভিসের ইনচার্জ সামশুল আলম বলেন, আগুনের খবর পেয়ে আমাদের দুটি ইউনিট রাত পৌণে ২টার দিকে কাজ শুরু করে। আমরা যাওয়ার আগে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে আরেকটি পাকা বাড়ির দ্বিতল ভবনের ফয়সাল নামের এক শিশু আগুনের হিটে শ্বাসরোধ হয়। তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই স্কুলছাত্রকে মৃত ঘোষণা করেন বলে জানা গেছে। আমরা দীর্ঘ প্রচেষ্টায় তিন পরিবারে আগুন নিয়ন্ত্রণে আনি।

বি.আর.সি আইডিয়াল কিন্ডার গার্টেনের কর্মকর্তা হাসান ইমামও স্কুল শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর