আজ ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাউজানে পাহাড় কাটায় ইটভাটা মালিককে ৩ লাখ টাকা জরিমানা


রাউজান প্রতিনিধি 

চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়ে অবৈধ চারটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তররের ঢাকা সদর দপ্তরের একদল আভিযানিক দল। একই সঙ্গে পাহাড়কাটা মাটি দিয়ে ইট বানানোর কাজ করায় একটি ইটভাটাকে তিন লাখ টাকা অর্থণ্ড দেয়া হয়। অভিযানে সঙ্গে ছিলেন চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের লেসকজনও।

আজ বুধবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রাবার বাগান সংলগ্ন মেলুয়া গ্রামের ওই চারটি ইটভাটায় এই অভিযান চালানো হয়৷

পরিবেশ অধিদপ্তরের ঢাকা সদর দপ্তরের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর ঢাকা (সদর) দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আকতার।

এসময় সেনাবাহিনী, র‌্যাব, ফায়ার সার্ভিস ও পুলিশ সহযোগিতা করেন।

অভিযানে ওই এলাকার এম আর সি, ডি এনসি, কে বি ডাব্লিউ ও বি বি সি-২ নামের চারটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়।

জে বি আই নামের অপর ভাটাকে তিন লাখ টাকা জরিমান প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন বলেন, ইটভাটার চিমনী ১২০ ফুট উচ্চতা, রাবার বাগান ঘেঁসে ইটভাটা স্থাপন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় চারটি অবৈধ ইটভাটা সর্ম্পূণ ভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। জে বি এল নামের ইটভাটার মালিক মোহাম্মদ ইব্রাহিমকে পাহাড় কাটার অভিযোগে তিন লাখ টাকা অর্থ দন্ড দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তর ঢাকা দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার বলেন, অবৈধ ইটভাটায় অভিযান আমাদের নিয়মিত অংশ। এ অভিযান অব্যহত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর