রাঙ্গুনিয়া প্রতিনিধি
চট্টগ্রামের রাউজান পাহাড়তলীতে অবস্থিত দ্বীনি শিক্ষার বাতিঘর কাদেরিয়া তৈয়্যবিয়া তাহফিজুল কোরআন একাডেমিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী(দঃ) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন, জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৪-২৫ অডিশনে সেরা ১০জনের মধ্যে একাডেমির ৪ জন সাফল্য অর্জন করায় প্রাণঢালা অভিনন্দন, একি সাথে ছাত্রদের হেফজুল কোরআন সমাপনী অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৩ নভেম্বর) দুপুর ২টায় মাদ্রাসা হলে মাদ্রাসার পরিচালক মাওলানা আবু বক্কর নঈমী’র সভাপতিত্বে ও পরিচালক হাফেজ মাওলানা শাকিল হোসাইন কাদেরী ও পরিচালক মাওলানা জমির উদ্দিন রেজবী’র যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য দেন রাঙ্গুনিয়া নঈমিয়াবাদ দরবার শরীফের সাজ্জাদানশীন হাফেজ ক্বারী মাওলানা নঈমুউদ্দিন নঈমী আল-মাইজভান্ডারী।
স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার উপদেষ্টা সেকান্দর হোসেন, বিশেষ অতিথি’র বক্তব্য দেন আহমদিয়া হোসাইনীয়া সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হাফেজ জোবায়ের হোসেন আলকাদেরী, এনসিসি ব্যাংক রাউজান পাহাড়তলী শাখার ম্যানেজার সৈয়দ মুহাম্মদ হাসান, মুহাম্মদ জোনাইদুল আলম চৌধুরী, হাফেজ মাওলানা আজিজুল হক আলকাদেরী, আব্দুল করিম চৌধুরী, মাওলানা ইউনুস তৈয়্যবী, ব্যবসায়ী সৈয়দ রাসেল, মাওলানা হাফেজ রবিউল হোসাইন, হাফেজ মাসুদ, হাফেজ মুহাম্মদ তারেক হোসাইন, হাফেজ মুহাম্মদ জমির উদ্দিন
হাফেজ মুহাম্মদ মুবাশ্বির, কাজী আব্দুল মাবুদ মাসুদ-সহ অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় পুরষ্কার প্রাপ্ত ৪ শিক্ষার্থী কোনআন তেলাওয়াত করেন। পরে পুরষ্কার প্রাপ্ত শিক্ষার্থী ও হিজফুল কোরআন সম্পন্ন করা শিক্ষার্থীদেকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন অতিথিরা। অনুষ্ঠানে মাদ্রাসার অন্যন্য শিক্ষার্থীদেরকে নতুন হিফজ সবক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
Leave a Reply