চন্দনাইশ প্রতিনিধিঃ
পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যে সহনীয় পর্যায়ে রাখার দাবিতে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্দনাইশ উপজেলা।
গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাদ আছরের পর রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে চন্দনাইশ উপজেলা জামায়াতের আমীর মাওলানা কুতুব উদ্দিনের এর নেতৃত্বে মিছিলটি চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া খাঁনহাট থেকে শুরু হয়ে গাছবাড়িয়া পুরাতন কলেজ গেইট পেট্রোল পাম্প সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাছবাড়িয়া খাঁনহাট ওয়ান আজিজ সেন্টারে এসে সমাবেশের মধ্য দিয়ে মিছিলটি শেষ হয় ।
সমাবেশে চন্দনাইশ উপজেলা জামায়াতের আমীর মাওলানা কুতুব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারী মুহাম্মদ জাকারিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সেক্রেটারী কাজী আহসান সাদেক পারভেজ, উপজেলা সহকারী সেক্রেটারী হারুনুর রশিদ, উপজেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুল খালেক নেজামী, চন্দনাইশ পৌরসভা আমীর কাজী মাওলানা কুতুব উদ্দীন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মিছিলে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।
Leave a Reply