চন্দনাইশ প্রতিনিধিঃ আহলে সুন্নাত ওয়াল জামাআতের নিবেদিত কর্মী, মসজিদের খতীব ও ইমাম মাওলানা রইস উদ্দিনকে গাজীপুর কুখ্যাত সন্ত্রাসী দ্বারা পরিকল্পিত ভাবে নির্যাতন ও কারা হেফাজতে বিনা চিকিৎসায় মৃত্যুর সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষিদের গ্রেফতার ও বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবীতে চট্টগ্রামের চন্দনাইশে প্রতিবাদ, বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জাঁহাগিরিয়া শাহছুফি মমতাজিয়া দরবার শরীফের উদ্যোগে দাওয়াতে সুফি বাংলাদেশের ব্যাবস্থাপনায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে রৌশনহাট ব্রীজ সংলগ্ন কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন ও প্রতিবাদ এবং মহাসড়কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন জাঁহাগিরিয়া শাহছুফি মমতাজিয়া দরবার শরীফের শাহজাদা মাওলানা খাজা মুহাম্মদ মোবারক আলী, শাহজাদা মাওলানা মুহাম্মদ মনজুর আলী, মাওলানা মুহাম্মদ রেজাউল করিম, মাওলানা সোলাইমান ফারুকী, মাওলানা কাসেম আনসারী,মাওলানা মুহাম্মদ ইদ্রিস কাদেরী,মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম, মাওলানা মুহাম্মদ কবিউল আমিন,মাষ্টার রায়হান উদ্দিন,মাষ্টার মফিজুর রহমান, মাওলানা হাফেজ নাছির উদ্দীন,মাওলানা আবু সাঈদ চৌধুরী, মাওলানা অলি আহমদ, মুহাম্মদ তৈয়ব আলী, মুহাম্মদ রেজাউল করিম, মুহাম্মদ রিদুযান প্রমূখ।
বক্তারা বলেন, গাজীপুরে মসজিদের ইমাম মাওলানা রইস উদ্দিনকে তার রুম থেকে ডেকে নিয়ে কিছু মিথ্যা বানোয়াট অভিযোগ দিয়ে মব সৃষ্টি করে কয়েক ধাপে প্রহার করে প্রকাশ্যে প্রাণে মেরে ফেলা হলো। মানুষের জীবনের মূল্য কি এতটাই তুচ্ছ যে, যখন খুশি তখন তথাকথিত মব জাস্টিসের নামে হায়নার মত ঝাঁপিয়ে পরবে। এ কোন বাংলাদেশে আমরা বসবাস করছি।
বক্তারা আরো বলেন, পুলিশ একজন নাগরিকের মৌলিক অধিকার চিকিৎসা থেকে তাঁকে সম্পূর্ণরূপে বঞ্চিত করেছে। যদি পুলিশের পক্ষ থেকে যথাসময়ে চিকিৎসা নিশ্চিত করা হতো তাহলে হয়তো আজকে এমন নির্মম হত্যার মুখোমুখি হতে হতো না। স্বৈরাচার পতনের পর পুলিশী ব্যবস্থার যে আমূল পরিবর্তন আমরা চেয়েছিলাম তার উল্লেখযোগ্য বাস্তবায়ন হয়নি বলেই আজকে মব ভায়োলেন্সে নাগরিকের প্রাণহানির সাথে পুলিশের পেশাদারিত্বের অভাবজনিত যোগাযোগ দেখা যাচ্ছে। বক্তারা, অত্যন্ত ক্ষোভের সাথে এই ঘটনার তীব্র নিন্দা এবং এই নির্মম হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
Leave a Reply