রংপুর আইনজীবী সমিতির কার্যকরি পরিষদের (২০২৪- ২০২৬) দ্বি-বার্ষিক নির্বাচন রবিবার রংপুর আদালতে আইনজীবী সমিতির হলরুমে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোট ১২টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রার্থীরা।
ভোট গণনা শেষে সোমবার নির্বাচন পরিচালনা কমিটির রিটার্নিং অফিসার অ্যাড. মোঃ আব্দুর রউফ ফলাফল প্রকাশ করেন। ফলাফলে সভাপতি অ্যাড. শাহেদ কামাল ইবনে খতিব, সিনি. সহ সভাপতি অ্যাড. আব্দুর রউফ, সহ সভাপতি অ্যাড. আবু তাহের আলী নিউটন, সাধারণ সম্পাদক অ্যাড. আফতাব উদ্দিন, সহ সাধারণ সম্পাদক অ্যাড. একেএম হারুন উর রশিদ, অ্যাড. আলহাজ্ব মিসেস সুফিয়া খাতুন, কোষাধ্যক্ষ অ্যাড. আনোয়ার হোসেন কোরাইশী, বার ভবন অ্যাড. জাহিদুর রহমান দুলাল, অ্যাড. লতিফুর রহমান প্রামানিক ডাবলু, লাইব্রেরী বিষয়ক সম্পাদক অ্যাড. সায়েম সরকার তুলিপ, দপ্তর সম্পাদক অ্যাড. নাজিরা খাতুন বিথী, ধর্ম ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক অ্যাড. কাওছার আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাড. রবিউল ইসলাম রবি, সদস্য অ্যাড. তারেকুজ্জামান তারেক, অ্যাড রায়হানুজ্জামান রায়হান, অ্যাড. শহিদুল ইসলাম স্বপন, অ্যাড. শীতাংশু কুমার মন্ডল সোহাগ নির্বাচিত হয়েছেন।
মোঃইনামুল হক, রংপুর প্রতিধিনিঃ
Leave a Reply