আজ ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রংপুরের বদরগঞ্জে ৩৮ দিন ধরে নকলনবিশদের কর্মবিরতি 

রংপুরের বদরগঞ্জে ৩৮ দিন ধরে নকলনবিশদের কর্মবিরতি 


 

রংপুরের বদরগঞ্জ উপজেলার ৯নং দামোদরপুর ইউনিয়নের আবদুর রহমান আলী গত ২৫ দিন ধরে জমির দলিলের একটি সার্টিফাইড কপি (নকল) পাওয়ার জন্য উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে ধরনা দিচ্ছেন। প্রতিদিন সকালে ১১ কিলোমিটার দূর থেকে সাব-রেজিস্ট্রার কার্যালয়ে এসে নকল না পেয়ে আবার বিকালে বাসায় ফিরছেন। চাকরি জাতীয়করণের দাবিতে গত ৩৮ দিন ধরে নকলনবিশরা কর্মবিরতি পালন করছেন। ফলে নতুন দলিল নিবন্ধনসহ সব ধরনের সেবা বন্ধ রয়েছে। এতে আব্দুর রহমানের মতো উপজেলার সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে বদরগঞ্জ সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে কথা হয় আব্দুর রহমানের সঙ্গে।

সাপ্তাহিক চাটগাঁর সংবাদ কে বলেন, ‘জমির দলিলের নকলের জন্য ২৫ দিন ধরে এই কার্যালয়ে ঘুরছি।

টাকা-পয়সা খরচ করেও হয়রানির শিকার হচ্ছি। এখানের কার্যক্রম ভালো না, অন্য রকম অবস্থা। যারা নকল দেবে তারা বলছেন, আমরা কী করবো, আমরা তো কাজের জন্য বসি আছি। অফিস বললেই আমরা কাজ শুরু করবো। কিন্তু অফিসও বলছে না, তারাও কাজ করছেন না। এজন্য আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।’এতে শুনালাম আব্দুর রহমানের কথা, একই অবস্থা সব সেবাগ্রহীতার। খোঁজ নিয়ে দেখা যায়, রংপুর জেলার সকল সাব-রেজিস্ট্রার কার্যালয় থেকে জমির দলিলের নকল পাচ্ছেন না সেবাগ্রহীতারা।

কারণ গত ১৯ অক্টোবর থেকে চাকরি জাতীয়করণের দাবিতে নকলনবিশরা কর্মবিরতি পালন করছেন। বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকলনবিশ) অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির নির্দেশে এ কর্মসূচি পালন করছেন তারা। ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষজন।

মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয় ঘুরে দেখা যায়, জমি বেচাকেনার জন্য এবং দলিলের নকলের জন্য ভিড় করছেন সাধারণ মানুষ। কেউ কার্যালয়ের নিচে চেয়ারে বসে আবার কেউ কার্যালয়ের ভেতরে অবস্থান করছেন। কেউ কেউ কথা বলছেন নকলনবিশদের সঙ্গে, যাতে কাজটা করে দেওয়া হয়। মানুষ আসছেন, ঘুরছেন; খালি হাতে ফিরে যাচ্ছেন। কারণ নতুন দলিল নিবন্ধনসহ সব ধরনের সেবা বন্ধ রেখেছেন। নকলনবিশরা বলছেন, অপেক্ষা করতে।

এদিন দুপুরে সাব-রেজিস্ট্রার কার্যালয়ে এসেছেন কালুপড়ার রায়হান, গত ২৮ দিন ধরে ধরনা দিচ্ছেন দলিলের নকলের জন্য। ভোগান্তির কথা জানিয়ে রায়হান বলেন, ‘আমার ৭৮ শতক জমির দলিল দরকার কিন্তু তার পাচ্ছিনা। জমি বিক্রির জন্য দলিলের নকল প্রয়োজন। যদি সঠিক সময়ের মধ্যে এই কপি না পাই তাহলে জমি বিক্রি করতে পারব না বোনের বিয়ে দিতে পারবনা। সেইসঙ্গে আমি, আমার পরিবার, আমার ভাইয়ের পরিবার সবাই সমস্যায় পড়বো। বিষয়টি বারবার নকলনবিশদের বুঝিয়ে বলেছি। কিন্তু কোনও কাজ হয়নি। কর্মকর্তাদেরও বলেছি, তারা বলেছেন অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই তাদের। নকলনবিশদের কাজ অন্য কেউ করতে পারবে না। এখন তাদের দাবি-দাওয়ার জন্য আমাদের সমস্যা। কোথায় গেলে সমাধান পাবো, বুঝতেছি না।’
চাকরি জাতীয়করণের দাবি ১৬ হাজার ২৪৬ নকলনবিশের

আন্দোলনরত নকলনবিশদের দেওয়া তথ্যমতে,

রংপুর জেলার ৮টি উপজেলায় নকলনবিশ রয়েছেন ৮৬৫ জনের মতো । তারা সবাই চাকরি জাতীয়করণের দাবিতে কলমবিরতি কর্মসূচি পালন করছেন।

বাংলাদেশ এক্সট্রা মোহরার অ্যাসোসিয়েশনের (নকলনবিশ) দেওয়া তথ্যমতে, দেশের ৫১৬টি সাব-রেজিস্ট্রার কার্যালয়ে কর্মরত ১৬ হাজার ২৪৬ জন নকলনবিশ চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলন করছেন। গত ৩৮ দিন ধরে কর্মবিরতি পালন করছেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের নকলনবিশ দৈনিক প্রথম বাংলা কে বলেন, ‘পরিবার কিংবা সন্তানদের আমরা বলতে পারি না, আমাদের বেতন কতো? কলমের মাধ্যমে আমরা স্থায়ী রেকর্ড করছি। কিন্তু আমাদের চাকরি স্থায়ী করা হচ্ছে না। আমাদের দাবি একটাই, চাকরি স্থায়ীকরণ।

আপনাদের কর্মবিরতির কারণে মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে জানালে নকলনবিশ মনোয়ারা বেগম বলেন, ‘বছরের পর বছর ধরে আমাদেরও ভোগান্তি পোহাতে হয়। বলার কোনও ভাষা নেই। আমাদের কোনও মূল্যায়ন নেই। সবাই জানে আমরা বেতনভুক্ত, কিন্তু আমরা যে কী আমরাই জানি। এক পাতা নকল লিখলে ২৪ টাকা পাই, আর সেবাগ্রহীতার কাছ থেকে নেওয়া হয় ৬০ টাকা। ৩৮ দিন ধরে কর্মসূচি পালন করছি। কেউ আমাদের কাছে আসছে না। সরকারের কাছে আমাদের দাবি, অন্তত যে ৬০ টাকা সেবাগ্রহীতার কাছ থেকে নেওয়া হয়, তার পুরোটাই আমাদের দেওয়া হোক। এতে সরকারের কোনও ক্ষতি হবে না।’

সমাধান কী

কর্মবিরতি ও মানুষের ভোগান্তির সমাধান কী জানতে চাইলে বাংলাদেশ এক্সট্রা মোহরার অ্যাসোসিয়েশনের (নকলনবিশ) বদরগঞ্জ শাখার সভাপতি খোকন দাস সাপ্তাহিক চাটগাঁর সংবাদ কে বলেন, ‘আমরা ৩৮ দিন ধরে পড়ে আছি। কেউ খোঁজ নিচ্ছে না। চাকরি স্থায়ীকরণ কিংবা জাতীয়করণের কোনও আশ্বাস পাচ্ছি না। গত তিন দিন ধরে আমরা আমরণ অনশন করছি। আমাদের খুব সামান্য টাকা দেওয়া হয়, যা দিয়ে আমরা চলতে পারি না। মাসে ছয়-সাত হাজার টাকা উপার্জন করি। বর্তমান সময়ে এই টাকা দিয়ে কীভাবে সংসার চলে। চাকরি স্থায়ী না করলে অন্তত আমাদের কাজের মাধ্যমে যে অর্থ সেবাগ্রহীতাদের কাছ থেকে সরকার নিচ্ছে, সেই অর্থ পুরোপুরি আমাদের দেওয়া হলে খেয়ে-পরে বাঁচতে পারবো। এতে কারও ক্ষতি হবে না।’

একই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা তুহিন বলেন, ‘কেন্দ্রের সঙ্গে একাত্ম হয়ে আমরা কর্মসূচি পালন করছি। আমরা সরকারি কাজ করি। বালাম লেখার মাধ্যমে স্থায়ী রেকর্ডের সৃষ্টি করি। এটির মাধ্যমে সরকারের স্থায়ী রেকর্ড সৃষ্টি হয়, রয়্যালটি উপার্জন হয় সরকারের। নকলনবিশ একসময়ে মারা যাবে। কিন্তু এই রেকর্ড অক্ষয় থাকবে। ততদিন পর্যন্ত সরকারের রাজস্ব আয় চলতেই থাকবে। এই নকলের কাজকে আরও অগ্রগতি করা, স্বচ্ছতা ও জবাবদিহিতা করতে আমাদের স্থায়ী নিয়োগ দেওয়া প্রয়োজন। সরকারের কাছে আবেদন, আমাদের বিষয়টিকে গুরুত্ব দিয়ে মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

রেজিস্ট্রার বললেন অপেক্ষা করা ছাড়া কিছুই করার নেই

নকলনবিশরা কর্মবিরতি পালন করায় ৩৮ দিন ধরে নতুন দলিল নিবন্ধনসহ সব ধরনের সেবা বন্ধ রয়েছে বলে জানালেন বদরগঞ্জ উপজেলার রেজিস্ট্রার মোঃরেজাউল ইসলাম বিপ্লব সাপ্তাহি চাটগাঁ সংবাদ কে তিনি বলেন, ‘নকলনবিশদের কর্মবিরতির কারণে মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে। তাদের কারণে আমরাও কাজ করতে পারছি না। মানুষকে নকল সরবরাহ করতে পারছি না। আপাতত সাধারণ মানুষকে অপেক্ষা করা ছাড়া কিছুই করার নেই। তবে আদালত থেকে আমাদেরকে কাছে যে বালামগুলো তলব করছেন, ইনডেক্স বই চাইছেন, আমরা সেগুলো দিচ্ছি। নকলনবিশদের কর্মবিরতির কথা ঊর্ধ্বতন কর্মকর্তারা জানেন। তাদের কিছু করতে হবে।’

আরো পড়ুন

মোঃইনামুল হক,রংপুর প্রতিনিধিঃ


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর